উত্তর : পিল বা এ জাতীয় ওষুধের মাধ্যমে সাময়িক জন্ম নিয়ন্ত্রণ করা জায়েয। অতএব এর ব্যবসা করা যায়। এক্ষণে কেউ যদি এর অপব্যবহার করে তাহ’লে সে নিজে দায়ী হবে, বিক্রেতা নয় (বিন বায, ফাতাওয়া নূরুন আলাদ-দারব ২১/৩৯৪; উছায়মীন, ফাতাওয়া নূরুন আলাদ-দারব ২২/০২)। তবে যেসব ঔষধে স্থায়ীভাবে জন্মনিরোধ হয়, সেগুলো বিক্রি করা থেকে বিরত থাকতে হবে।
প্রশ্নকারী : *দয়াল চাঁদ, রংপুর।
*[আরবীতে ইসলামী নাম রাখুন (স.স.)]