প্রশ্ন (৩৪/১৯৪) : ফজর, মাগরিব এবং এশার ক্বাযা ছালাত অন্য সময় পড়লে সেখানে ক্বিরাআত সরবে না নিরবে পড়তে হবে। ক্বাযা ছালাতের এক্বামত দিতে হবে কি?
439 বার পঠিত
উত্তর : জেহরী ছালাতের ক্বাযা আদায়ের সময় জামা‘আতবদ্ধ ভাবে হ’লে সরবে এবং একাকী হলে নিরবে পড়াই উত্তম। এ সময় ইক্বামত দিতে হবে (মুসলিম হা/৬৮০, আবুদাউদ হা/৪৩৫)।