উত্তর : এমতাবস্থায় মায়ের কর্তব্য হ’ল, সন্তানের হেদায়াতের জন্য বেশী বেশী উপদেশ দেওয়া, তাকে সম্ভবপর সঙ্গ দেওয়া, তার জন্য অধিকহারে দো‘আ করা, তার জন্য সৎসঙ্গীর ব্যবস্থা করে দেওয়া, কোন বিজ্ঞজন বা সন্তানের কোন শিক্ষক বা সৎ বন্ধুর মাধ্যমে সন্তানকে উপদেশ দেওয়া ইত্যাদি। এসবে কাজ না হ’লে নিজে মৃদু প্রহার করা বা অভিভাবকতুল্য কারো মাধ্যমে তাকে শাসন করা। এরপরেও পরিবর্তন না হ’লে সার্বিক নিরাপত্তার জন্য প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নিতে পারে, যেন সে নিজেকে সংশোধন করতে বাধ্য হয়। উল্লেখ্য যে, পিতা-মাতার উচিৎ সন্তানকে যথাযথভাবে গড়ে তোলা, যাতে সে পিতা-মাতার দেখানো পথে আদর্শবান হিসাবে গড়ে উঠতে পারে।
প্রশ্নকারী : ওবায়দুল্লাহ, পাটুল, নাটোর।