উত্তর : যে দেশে যাবে সে দেশের লোকেরা যে দিন ঈদ করবে সে দিন ঈদ করবে যদিও ছিয়াম ৩১টি হয়। আর ছিয়াম ২৮টি হয়ে গেলে লোকদের সাথে ঈদ করে নিবে এবং পরবর্তীতে একটি ছিয়ামের ক্বাযা আদায় করে নিবে। কারণ আরবী মাস ২৮ দিনে হয় না (বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ১৫/১৫৫; উছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১৯/৬৬)। রাসূল (ছাঃ) বলেন, ‘ছিয়াম হ’ল যেদিন তোমরা ছিয়াম পালন কর। ঈদুল ফিতর হ’ল যেদিন তোমরা ইফতার কর। আর ঈদুল আযহা হ’ল যেদিন তোমরা কুরবাণী কর’ (তিরমিযী হা/৬৯৭; ছহীহাহ হা/২২৪)।
প্রশ্নকারী : ফযলুল করীম, কুয়ালালামপুর, মালয়েশিয়া।