উত্তর :
সন্তান প্রসবের সময় ডাক্তার বা ধাত্রী এবং উক্ত বিষয়ে অভিজ্ঞ সহযোগী মহিলা
ব্যতীত অন্য কোন মহিলার সেখানে থাকা আদৌ ঠিক নয়। কারণ রাসূলুল্লাহ (ছাঃ)
বলেন, ‘কোন পুরুষ কোন পুরুষের এবং কোন মহিলা কোন মহিলার সতরের দিকে যেন
দৃষ্টিপাত না করে’ (মুসলিম, মিশকাত হা/৩১০০)। তবে বাধ্যগত প্রয়োজনে বাধা নেই (বুখারী হা/৩৯৮৩)।
প্রশ্নকারী : আবুল বাশার, আশুলিয়া, ঢাকা।