উত্তর : সূরা ফাতিহায় বিস্মৃতিজনিত ভুল হ’লে তা শুদ্ধ করে পাঠ করতে হবে এবং সহো সিজদা দিতে হবে। কারণ এটা ছালাতের অন্যতম রুকন। আর সূরা ফাতিহার পরে অন্য ক্বিরাআতে ভুল করলে সহো সিজদা দিতে হবে না। বরং ইমাম বা মুক্তাদী ছালাত আদায়কালে সূরা ফাতিহা শেষে তার নিকট সর্বাধিক সহজ সূরা বা আয়াত পাঠ করবে। আর জামা‘আতে ছালাত আদায়কারী মুক্তাদীর সূরা ফাতিহায় ভুল হ’লে সহো সিজদা দিতে হবে না (নববী, আল-মাজমূ‘ ৩/৩৯৪; বিন বায, ফাতাওয়া নূরুন আলাদ-দারব ২/৭৮৩; উছায়মীন, ফাতাওয়া নূরুন আলাদ-দারব ৮/০২)।
প্রশ্নকারী : শহীদুল্লাহ, নাচোল, রাজশাহী।