উত্তর :
ছালাত শেষে পঠিতব্য দো‘আ সমূহ ছালাতের স্থানে বসে পাঠ করাই উত্তম। রাসূল
(ছাঃ) বলেন, সবচেয়ে বেশী দো‘আ কবুল হয় শেষ রাতে এবং প্রত্যেক ফরয ছালাতের
শেষে (তিরমিযী, মিশকাত হা/৯৬৮)। তবে সাধারণ দো‘আসমূহ যেকোন সময় পাঠ করা যায়। রাসূল (ছাঃ) সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতেন (মুসলিম হা/৩৭৩; মিশকাত হা/৪৫৬))।