উত্তর : এ বিষয়ে কোন বাধ্যবাধকতা নেই। তবে সালাম দেওয়াই উত্তম। কেননা রাসূল (ছাঃ) বলেন, ‘যখন কোন মুসলিম তার ভাইয়ের সাথে সাক্ষাৎ করে তখন সে যেন তাকে সালাম দেয়। যদি তাদের উভয়ের মাঝে গাছ, দেওয়াল ও পাথর আড়াল হয়, অতঃপর আবার উভয়ের সাক্ষাৎ হয়, তাহ’লে তারা যেন পুনরায় সালাম দেয় (আবুদাঊদ হা/৫২০০; মিশকাত হা/৪৬৫০; ছহীহুল জামে‘ হা/৭৮৯; নববী, আল-মাজমূ‘ ৪/৫৯৮)।
প্রশ্নকারী : সিরাজুল ইসলাম, বগুড়া।