উত্তর : এমতাবস্থায় ছিয়াম পালনে কোন বাধা নেই। কারণ ডায়ালাইসিস ছিয়াম ভঙ্গের কারণ নয়। এটা শিঙ্গা লাগানোর ন্যায়। ইবনু আববাস (রাঃ) বলেন, নবী করীম (ছাঃ) ছিয়াম অবস্থায় (রোগমুক্তির জন্য) শিঙ্গা লাগাতেন (বুখারী হা/১৯৩৮, ১৯৩৯)। তবে যদি ছিয়াম পালন কষ্টকর হয়, তাহ’লে ছিয়াম ছেড়ে দিয়ে পরবর্তীতে ক্বাযা আদায় করবে। আর যদি জীবনের আশংকা থাকে, তবে প্রতিদিন একজন করে মিসকীনকে ফিদইয়া প্রদান করবে (বাক্বারাহ ২/১৮৪)।