উত্তর : মাথার চুল স্বাভাবিকভাবে কাটতে হবে। এমনভাবে চুল কাটা যাবে না যাতে অশালীনতা ও উগ্রতা প্রকাশ পায়। একদা নবী করীম (ছাঃ) দেখলেন যে, একটি শিশুর মাথার কিছু অংশ কামানো আর কিছুটা অবশিষ্ট আছে। তিনি তাদেরকে এরূপ করতে নিষেধ করে বললেন, হয় সবটুকু কামিয়ে ফেলো নতুবা সবটুকু রেখে দাও (আবুদাঊদ হা/৪১৯৫; নাসাঈ হা/৫০৪৮; ছহীহাহ হা/১১২৩)। এছাড়া তাতে অমুসলিমদেরও অনুকরণ করা যাবে না। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি যে কওমের সাদৃশ্য অবলম্বন করবে, সে তাদের অন্তর্ভুক্ত হবে’ (আবুদাঊদ হা/৪০৩১; মিশকাত হা/৪৩৪৭ ‘পোষাক’ অধ্যায়)।
প্রশ্নকারী : আল-আমীন হোসাইন, তাহেরপুর, রাজশাহী।