উত্তর : ওযূ করার সময় ক্বিবলামুখী হওয়াকে অধিকাংশ বিদ্বান মুস্তাহাব বলেছেন, ওয়াজিব বলেননি (নববী, আল মাজমূ‘ ১/৪৬৫)।
কিন্তু মুস্তাহাব হওয়ার পক্ষে কোন হাদীছ বা আছার পাওয়া যায় না। সুতরাং
মুছল্লী যে দিকে মুখ করে ওযূ করতে স্বাছন্দ্য বোধ করবে, সেদিকে মুখ করে ওযূ
করবে (উছায়মীন, ফাতাওয়া নূরুন আলাদ-দারব ৭/২)।
প্রশ্নকারী : এস. আলম, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।