উত্তর :
এটা এক প্রকার রোগ। এর চিকিৎসা করতে হবে। তবে এতে ছালাতের কোন ক্ষতি হবে
না। আল্লাহপাক মানুষের উপর সাধ্যের অতিরিক্ত কিছু চাপিয়ে দেননি (বাক্বারাহ ২৮৬)।
একদা এক ব্যক্তি সাঈদ ইবনুল মুসাইয়িব (রহঃ)-কে জিজ্ঞেস করল, আমি মযী
(বীর্য বের হওয়ার পূর্বে তরল পদার্থ)-এর সিক্ততা অনুভব করি। এমতাবস্থায় আমি
কি ছালাত ছেড়ে দিব? তিনি বললেন, আমার উরুর উপর দিয়ে তরল পদার্থ প্রবাহিত
হয়। তথাপিও আমি ছালাত পরিত্যাগ করি না’ (মুওয়াত্ত্বা হা/৫৬)। তবে এক্ষেত্রে প্রত্যেক ছালাতের জন্য পৃথকভাবে ওযূ করতে হবে (আবুদাঊদ, নাসাঈ, মিশকাত হা/৫৫৮; ফিক্বহুস সুন্নাহ ১/৬৮ পৃঃ)।