উত্তর :
জমির মালিকের সাধারণ অনুমতি থাকলে কিংবা এলাকায় প্রচলন থাকলে ঘাস খাওয়ানো
বা চরানোয় কোন বাধা নেই। আর জমির নির্দিষ্ট মালিক না থাকলে বা সরকারী খাস
জমি যেমন রাস্তার দু’পাশ বা নদীর পাড়সমূহে পশু চরানোতে কোন দোষ নেই (ইবনু কুদামাহ, মুগনী ১/৪১৮)। রাসূল (ছাঃ) বলেন, তিন প্রকার জিনিসে সকল মুসলিম অংশীদার; আর তা হ’ল- পানি, ঘাস ও আগুন (ইবনু মাজাহ হা/২৪৭৩; মিশকাত হা/৩০০১; ইরওয়া হা/১৫৫২-এর আলোচনা)। তিনি আরও বলেন, অতিরিক্ত ঘাসে বাধা সৃষ্টির উদ্দেশ্যে অতিরিক্ত পানি রোধ করে রাখবে না (বুখারী হা/২৩৫৪; মিশকাত হা/২৯৯৪)।
প্রশ্নকারী : নাঈম, জাফলং, সিলেট।