উত্তর :
পিতার নির্দেশে স্বীয় অসম্মতিতে বিবাহ করে থাকলেও পিতা-মাতার অনুগত হয়ে
স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা উচিত। তা না হ’লে স্ত্রীর সাথে অবিচার করার
কারণে তাকে আল্লাহর নিকটে জবাবদিহী করতে হবে। রাসূল (ছাঃ) বলেন, পিতা-মাতার
সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এবং পিতা-মাতার অসন্তুষ্টিতে আল্লাহর
অসন্তুষ্টি’ (ছহীহুল জামে‘ হা/৫৮১৯; ছহীহাহ হা/৫১৬)। একান্ত অসুবিধা দেখা দিলে তালাক দিতে হবে (তালাক ৬৫/২)। আর স্ত্রীর উচিত হবে পারিবারিকভাবে সমস্যা সমাধানের সর্বাত্মক চেষ্টা করা (নিসা ১২৮)। এরপরেও সমাধান না হ’লে স্ত্রী ‘খোলা’-এর মাধ্যমে স্বামী থেকে বিচ্ছিন্ন হ’তে পারে (বুখারী, মিশকাত হা/৩২৭৪)।