উত্তরঃ
উক্ত কথা সত্য। নাফে‘ (রাঃ) বলেন, একদা ইবনু ওমর বাজনা শুনে দু’কানে
আঙ্গুল দিলেন এবং রাস্তা থেকে দূরে সরে গেলেন। অতঃপর আমাকে বললেন, নাফে
তুমি কিছু শুনতে পাচ্ছ কি? আমি বললাম না। তখন তিনি আঙ্গুল কান থেকে সরালেন।
অতঃপর বললেন, আমি রাসূলুল্লাহ (ছাঃ)-এর সাথে ছিলাম। তিনি অনুরূপ করেছিলেন (আবুদাঊদ হা/৪৯২৪; মিশকাত হা/৪৮১১, সনদ হাসান)।