উত্তর : সর্বোচ্চ সতর্কতা ও তাক্বওয়া অবলম্বন করে কাজ করতে হবে। কারণ আল্লাহ তা‘আলা যেমন চক্ষু অবনমিত করার আদেশ দিয়েছেন, তেমনি রাসূল (ছাঃ) দ্বিতীয়বার কোন নারীর দিকে তাকাতে নিষেধ করেছেন (নূর ২৪/৩০; আবুদাঊদ হা/২১৪৯; মিশকাত হা/৩১১০)। অতএব বৈধ কাজ সতর্কতার সাথে করবে। বৈধ কাজ করার সময় কোন অবৈধ বিষয় চলে আসলে তৎক্ষণাৎ তা পরিহার করবে (নববী, শারহ মুসলিম ৪/৩১; ইবনু কুদামাহ, মুগনী ৭/৪৫৯)।
প্রশ্নকারীঃ মোছাদ্দেক্ব, তারাগঞ্জ, রংপুর।