উত্তরঃ
এটা ভ্রান্ত দাবী। কারণ রাসূলুল্লাহ (ছাঃ) দাজ্জালের আকৃতি-প্রকৃতি সহ
কোথা থেকে সে বের হবে, কারা তার সঙ্গী হবে, সে কী কী ঘটাবে এবং তার মৃত্যু
কোথায় হবে, কে তাকে কোন্ সময় হত্যা করবেন, সবই বর্ণনা করে গেছেন (বুখারী, মুসলিম, মিশকাত হা/৫৪৭১-৫৪৮২)। অতএব হাদীছকে অস্বীকার করে কাল্পনিক ব্যাখ্যা করা অন্যায় (আলোচনা দেখুনঃ ইউসুফ ইবনু আব্দিল্লাহ, ‘আশরা-তুস সা-‘আহ্’)।