উত্তর : জেনেশুনে
নারী-পুরুষের এরূপ অবাধ মেলামেশার সুযোগ দিলে হোটেল মালিক অবশ্যই গুনাহগার
হবেন। এরূপ হোটেলে জেনে-শুনে যাওয়া উচিত নয়। গেলেও ফিরে আসতে হবে। আল্লাহ
বলেন, ‘তোমরা পাপ ও সীমা লঙ্ঘনের কাজে একে অপরকে সহযোগিতা করো না (মায়েদা ৫/২)।
অতএব হোটেল মালিকদের কর্তব্য হ’ল- এ ধরনের কোন সুযোগ না রাখা। এছাড়া
হোটেলে সিসিটিভি ক্যামেরা চালু করা, অশ্লীলতা থেকে বিরত থাকার ও
আল্লাহভীরুতার আহবান সম্বলিত ফেস্টুন-পোস্টার টাঙিয়ে রাখা। এজন্য ‘হাদীছ
ফাউন্ডেশন বাংলাদেশ’ প্রকাশিত ‘হে মানুষ আল্লাহকে ভয় কর’ দেওয়ালপত্রটি
হোটেলের বিভিন্ন স্থানে টাঙিয়ে রাখা যেতে পারে।