
উত্তর : ঈদগাহ নির্মাণ কাজে যাকাতের টাকা দেওয়া যাবে না। কারণ যাকাত বণ্টনের খাত নির্ধারিত। আল্লাহ তা‘আলা বলেন, ‘যাকাতসমূহ কেবল (আট শ্রেণীর) লোকের জন্য। ফকীর, অভাবগ্রস্ত, যাকাত আদায়ের কর্মচারী, ইসলামের প্রতি আকৃষ্ট ব্যক্তি, দাসমুক্তি, ঋণগ্রস্ত, আল্লাহর রাস্তায় এবং (দুস্থ) মুসাফিরদের জন্য। এটি আল্লাহর পক্ষ হ’তে নির্ধারিত। আর আল্লাহ সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়’ (তওবা ৯/৬০)। আর এটি ‘ফী সাবিলিল্লাহ’ খাতেরও অন্তর্ভুক্ত নয়। কেননা তা নির্মাণে জনগণ দায়িত্বপ্রাপ্ত। সুতরাং ঈদগাহ নির্মাণে যাকাতের টাকা দেওয়া যাবে না (বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ১৪/২৯৪; আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়া ২৩/৩২৯; ওছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ৬/২৪১)।
প্রশ্নকারী : ফাতেমা, মিরপুর, ঢাকা।