উত্তর : গোসল ফরয হবে। ঘুম থেকে জাগ্রত হয়ে লক্ষ্য করবে পরণের কাপড়ের দিকে। যদি কাপড় ভিজা হয় বা বীর্যপাত হয় তাহ’লে গোসল ফরয হয়ে যাবে যদিও তা এক ফোটা হয়। আয়েশা (রাঃ) বলেন, এক ব্যক্তি সম্পর্কে রাসূল (ছাঃ)-কে জিজ্ঞেস করল, কেউ ঘুম থেকে উঠে ভিজা (বীর্য) পায়, কিন্তু স্বপ্ন মনে নেই? রাসূল (ছাঃ) বললেন, সে গোসল করবে। আবার জিজ্ঞেস করা হ’ল কেউ স্বপ্ন দেখেছে, কিন্তু বীর্য পায়নি? তিনি বললেন, তার গোসল নেই (তিরমিযী হা/১১৩; মিশকাত হা/৪৪১, সনদ ছহীহ)।
প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।