উত্তরঃ
কালো খেযাব বা কলপ ব্যবহার করা নিষিদ্ধ। জাবের (রাঃ) থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘তোমরা সাদা চুল কালো করা থেকে বেঁচে থাক’ (মুসলিম, মিশকাত হা/৪৪২৪)।
তিনি আরো বলেছেন, ‘শেষ যামানায় এমন কিছু লোক হবে যারা কবুতরের বক্ষের
ন্যায় কালো রঙের খেযাব দিয়ে চুল কালো করবে। তারা জান্নাতের সুগন্ধিও পাবে
না’ (আবুদাঊদ, নাসাঈ, মিশকাত হা/৪৪৫২ ‘পোষাক’ অধ্যায়, ‘চুল অাঁচড়ানো’ অনুচ্ছেদ)। এমন অবস্থায় মেহেদী রংয়ের খেযাব লাগানো উত্তম (তিরমিযী, আবুদাঊদ, নাসাঈ, মিশকাত হা/৪৪৫১)।