উত্তর : পশুর প্রতি ইহসান করা ফরয। আর গুলি করে আহত করা তাকে কষ্ট দেওয়ার শামিল যা বৈধ নয়। রাসূল (ছাঃ) বলেন, ‘আল্লাহ প্রত্যেক বিষয়ে সদাচরণ ফরয করেছেন। সুতরাং তোমরা যখন যবহ করো তখন তা সুন্দরভাবে করো (মুসলিম হা/১৯৫৫; মিশকাত হা/৪০৭৩)। অতএব কুরবানীর পশুকে গুলি করে মাটিতে ফেলে দিয়ে যবহ করা শরী‘আতসম্মত নয়, যদি না বিশেষ প্রয়োজন থাকে। যেমন, পশু অতি হিংস্র যাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বা যবহকারীর জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে ইত্যাদি। সেক্ষেত্রে এমনভাবে গুলি করতে হবে যাতে পশু মারা না যায় এবং পূর্ণ যবহ করা সম্ভব হয় (ইবনু কুদামাহ. মুগনী ৯/৩২২; ফাতাওয়া লাজনা দায়েমাহ ২২/৪৫৫)।
প্রশ্নকারী : নূরুল ইসলাম, নাটোর।