
উত্তর : ওযূ ও গোসলে ব্যবহৃত পানি পবিত্র। কেউ চাইলে সে পানি দ্বারা ওযূ বা গোসল করতে পারে (ইবনু তায়মিয়াহ, মাজমূউল ফাতাওয়া ২১/২৬)। পানিতে যতক্ষণ না অপবিত্র হওয়ার তিনটি আলামতের একটি পাওয়া যাবে ততক্ষণ পানি পবিত্র হিসাবে গণ্য হবে। আর তিনটি আলামত হচ্ছে- ১. পানির রং ২. পানির স্বাদ ৩. পানির গন্ধ। কারণ রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘পানি পবিত্র, কোন জিনিসই তাকে নাপাক করতে পারে না’ (আবুদাউদ হা/৬৬; মিশকাত হা/৪৭৮, সনদ ছহীহ)।
প্রশ্নকারী : মাহফূয বিন মীযান, নাটোর।