উত্তর : উক্ত বক্তব্য সঠিক নয়। বরং কোন কিছু ব্যবহার জায়েয হওয়া নির্ভর করবে বস্ত্তটি হালাল নাকি হারাম। বস্ত্ত যদি হালাল হয় তাহ’লে তা ব্যবহারে কোন দোষ নেই। তবে রাসূলুল্লাহ (ছাঃ) আতর ব্যবহার করতেন। তার অনুসরণ করে সরাসরি আতর ব্যবহার সুন্নাত এবং ছওয়উাবের কাজ। এর অর্থ এই নয় যে অন্যান্য সুগন্ধি ব্যবহার করা যাবে না। রাসূল (ছাঃ) বলেন, দুনিয়ার বস্ত্তসমূহের মধ্যে আমার কাছে প্রিয় করা হয়েছে নারী ও সুগন্ধি; আর আমার চোখের শীতলতা রাখা হয়েছে ছালাতে (আহমাদ, নাসাঈ, মিশকাত হা/৫২৬১)। জুম‘আর দিনেও তিনি সুগন্ধি ব্যবহার করতে উৎসাহিত করেছেন (ছহীহ ইবনু খুযায়মাহ হা/১৮১০)। তবে এ্যালকোহল যুক্ত পারফিউমের ব্যাপারে সতর্কতা অবলম্বন করাই উত্তম।
প্রশ্নকারী : নওশাদ আলী, তানোর, রাজশাহী।