
উত্তর : উক্ত মর্মে কোন হাদীছ বর্ণিত হয়নি। তবে ইয়াযীদ ইবনু জাবের নামে একজন তাবেঈর উক্তি থেকে এমন বর্ণনা পাওয়া যায়। এটি তার নিজস্ব বক্তব্য হওয়ায় গায়েবী বিষয়ে তা শরী‘আতের দলীল হিসাবে গণ্য হবে না (ইবনু আবীদ্দুনিয়া, মাকায়েদুশ শয়তান ২৫ পৃ.; ইবনু হাজার ফাৎহুল বারী ৬/৩৪৫)।
প্রশ্নকারী : আব্দুন নূর, বাঘা, রাজশাহী।