উত্তরঃ
দারিদ্র্যমুক্ত সংসারের আশায় পরিবার পরিকল্পনা গ্রহণ করা যাবে না। আল্লাহ
বলেন, ‘তোমরা দারিদ্রে্যর ভয়ে সন্তান হত্যা কর না। আমরা তাদের ও তোমাদের
রুযী দিয়ে থাকি’ (ইসরা ৩১)। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, দ্বিতীয় বড় পাপ হ’ল তোমার সাথে খাবে, সেই ভয়ে সন্তান হত্যা করা' (বুখারী, মুসলিম, মিশকাত হা/৪৯)। তবে স্ত্রী অসুস্থ হ’লে এবং গর্ভধারণে অসুখ বেড়ে যাবার আশংকা থাকলে, অস্থায়ীভাবে যে কোন পদ্ধতি গ্রহণ করতে পারে (আলবানী, আদাবুয যেফাফ, পৃঃ ১৩৭)।