উত্তর : দ্বীনের মৌলিক বিশ্বাস, বিধি-বিধান, হালাল-হারাম ইত্যাদি সম্পর্কে জ্ঞানার্জন করা সকল মুসলিম ব্যক্তির উপর ফরয (ইবনু মাজাহ হা/২২৪; ছহীহুল জামে‘ হা/৩৯১৩, ৩৯১৪)।
তাই সন্তানকে ঐ প্রতিষ্ঠানেই ভর্তি করাতে হবে, যেখানে সে ইসলামী আদর্শে
গড়ে উঠতে পারে। কারণ দুনিয়াবী সফলতা কখনোই প্রকৃত সফলতা নয়। বরং পরকালীন
সফলতাই প্রকৃত সফলতা।