
উত্তর : কুরআনের কোন বাণীর ক্ষেত্রে কুরআনে এমনটি বলা হয়েছে বা কুরআন বলেছে এমন বাক্য ব্যবহার করা যাবে। কেননা এর মূল অর্থ এই যে, কুরআনে আল্লাহ বর্ণনা করেছেন। ইবনু তায়মিয়াহ, ইবনুল ক্বাইয়িম, সাইয়েদ রশীদ রেযা, আলবানী, ওছায়মীন প্রমুখ সালাফগণ থেকে এরূপ বাক্য ব্যবহারের নযীর পাওয়া যায় (মিনহাজুস সুন্নাহ ৮/৪৭১, মাজাল্লাতুল মানার ১১/২৭৪, তা‘লীকু আলাল ঈমান, পৃ. ৫৮, আশ-শারহুল মুমতে‘ ১৩/২৩৯)।
প্রশ্নকারী : আব্দুল্লাহ জাহাঙ্গীর, নিয়ামতপুর, নওগাঁ।