উত্তর : ইসলামী
আলোচনা বৈঠকসহ যে কোন বৈধ আলোচনায় কোন বাধা নেই। তবে তা জুম‘আর ছালাতের
উদ্দেশ্যে মসজিদে সাধারণ মুছল্লীদের প্রবেশের পূর্বেই শেষ করতে হবে। কারণ
রাসূল (ছাঃ) জুম‘আর দিন ছালাতের পূর্বে মসজিদে খুৎবা ব্যতীত অন্য কোন
উদ্দেশ্যে একত্রিত হ’তে নিষেধ করেছেন (আবূদাঊদ হা/১০৭৯; মিশকাত হা/৭৩২, সনদ হাসান)।
খাত্ত্বাবী বলেন, জুম‘আর দিনে ইলম ও পারস্পরিক আলোচনাকে অপসন্দনীয় বলা
হয়েছে। আর নফল ছালাত ও খুৎবা শ্রবণের জন্য চুপ থাকার নির্দেশ দেওয়া হয়েছে (আওনুল মা‘বূদ ৩/২৯৪)।