উত্তর :
স্বাভাবিক অবস্থায় হাত উঁচু করে ইশারায় সালাম দেয়া যাবে না। রাসূল (ছাঃ)
বলেন, তোমরা ইহুদী-নাছারাদের ন্যায় সালাম বিনিময় করো না। তারা হাত, মাথা
এবং ইশারার মাধ্যমে সালাম বিনিময় করে থাকে (নাসাঈ, সুনানুল কুবরা, ছহীহাহ হা/১৭৮৩)।
তবে দূরবর্তিতার কারণে অথবা কেউ বধির হলে সেক্ষেত্রে মুখে সালামের
শব্দগুলি উচ্চারণপূর্বক হাত দ্বারা ইশারার মাধ্যমে সালাম বিনিময় করা যাবে (আল-আদাবুল মুফরাদ হা/১০৪৭, আলবানী, সনদ ছহীহ)।