উত্তর : এমতাবস্থায় স্ত্রী নেকাব ছাড়া বাসার বাইরে বের হ’লে এক তালাক হয়ে যাবে। কারণ ভবিষ্যতের শর্তযুক্ত তালাক ফিরিয়ে নেওয়ার কোন সুযোগ নেই। বরং শর্ত ভঙ্গের সঙ্গে সঙ্গেই এক তালাক হয়ে যাবে। সেজন্য স্ত্রীর সাথে সুসম্পর্ক বজায় রাখবে এবং অধিক হারে নছীহত করবে (ইবনু কুদামাহ, মুগনী ৭/৪২৭)। তবে ইমাম ইবনু তায়মিয়াহ (রহঃ) বলেন, যদি কোন ব্যক্তি তালাক শব্দ ব্যবহার করে স্ত্রীকে শাসনের নিয়তে তালাককে শর্তযুক্ত করে তাহ’লে উক্ত তালাক সংঘটিত হবে না। বরং সেটা কসম হিসাবে গণ্য হবে এবং কসম ভঙ্গের কারণে স্বামীকে কাফফারা আদায় করতে হবে। কিন্তু তালাকের নিয়তেই তালাককে শর্তযুক্ত করে থাকলে স্ত্রী যখনই শর্তভঙ্গ করবে তখনই এক তালাক হয়ে যাবে (ইবনু তায়মিয়াহ, মাজমূ‘উল ফাতাওয়া ৩৩/১২৯)।
প্রশ্নকারী : আতীকুর রহমান, মুন্সীগঞ্জ।