উত্তর : ওয়াশরুমে টয়লেট ও গোসলখানা উভয়টি থাকলে টয়লেট সেরে গোসলের স্থানে এসে বিসমিল্লাহ বলে ওযূ শুরু করবে এবং ওযূ শেষে বাথরুম থেকে বের হয়ে ওযূ ও বাথরুম থেকে বের হওয়ার দো‘আ একসাথে পাঠ করবে (বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ১০/২৮; ফাতাওয়া লাজনা দায়েমাহ ৫/৯৪; ওছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ১/১৩০)। কারণ আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) বাথরুম থেকে বের হওয়ার সময় বলতেন, (غُفْرَانَكَ) গুফর-নাকা ‘আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি (আবুদাউদ হা/৩০; মিশকাত হা/৩৫৯)।
প্রশ্নকারী : ডা. শামসুল হক, রাজশাহী।