উত্তর : উক্ত মেশিনে কাপড় ওয়াশ করাতে দোষ নেই। কারণ এতে বিভিন্ন প্রকারের ডিটারজেন্ট ব্যবহার করা হয়, যাতে কুকুরে লালা বা অপরিষ্কার জিনিস ধুয়ে যায়। তাছাড়া কুকুর কোন খাবারের পাত্রে মুখ দিলে বিশেষভাবে ধোয়ার কথা বলা হয়েছে, অন্যক্ষেত্রে নয়। যেমন কোন প্রশিক্ষিত কুকুর মালিকের জন্য পাখি শিকার করলে তা খাওয়া জায়েয (মায়েদা ৪, বুখারী হা/৫৪৮৭; মুসলিম হা/১৯২৯)। অথচ সেক্ষেত্রে শিকারকৃত পাখিকে বিশেষভাবে ধৌত করে নাপাকী দূর করার কথা বলা হয়নি (নববী, আল-মাজমূ‘ ২/৫৬৭; ফাতাওয়া লাজনা দায়েমাহ ৪/১৯৬)।
প্রশ্নকারী : শাহ মুমিনুল ইসলাম, দিনাজপুর।