উত্তর : একটি হাদীছে বিনয় ও নম্রতার কথা বলা হয়েছে যা অন্তরের ইলমের সাথে সম্পর্কিত (ত্বাবারাণী কাবীর ৭/৩৫৪, শাদ্দাদ বিন আউস কর্তৃক বর্ণিত হাদীছ মওকূফ) এবং অপর হাদীছে আমানতের কথা বলা হয়েছে যা আমল ও আখলাকের সাথে সম্পর্কিত (মুছান্নাফ ইবনু আবী শায়বা, ২০/১৪৫, আব্দুল্লাহ ইবন মাসঊদ (রাঃ) কর্তৃক বর্ণিত হাদীছ মওকূফ)। এর ব্যাখ্যা হ’ল, অন্তরের সাথে সম্পর্কিত বিষয়ের মধ্যে বিনয়-নম্রতা উঠিয়ে নেওয়া হবে এবং আমলের সাথে সম্পর্কিত বিষয়ের মধ্যে প্রথম আমানত উঠিয়ে নেওয়া হবে। সুতরাং উভয় হাদীছের মধ্যে কোন বিরোধ নেই। ইমাম ত্বাহাবী (রহঃ) বলেন, মুসলমানদের মধ্য যদি বিনয়-নম্রতা না থাকে তাহ’লে তাদের সাথে নিষ্ঠুরতা ও দাম্ভিকতা থাকে। আর আমরা তা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই (শরহ মুশকিলুল আছার ১/২৮২)।
প্রশ্নকারী : আব্দুল্লাহ রাযীন, নিয়ামতপুর, নওগাঁ।