উত্তর : যে খাদ্যে শূকরের চর্বি মিশ্রিত রয়েছে, তা জেনে-শুনে হালাল প্রাণীকে খাওয়ানো যাবে না। কারণ তা সবার জন্য খাওয়া হারাম (ফাতাওয়া লাজনা দায়েমাহ ২২/১১৮; ফাতাওয়া ইসলামিয়াহ ৩/৪৪০)। তবে অল্প সময়ের জন্য বা অল্প পরিমাণ খেয়ে থাকলে উক্ত প্রাণীর গোশত খাওয়া হারাম হবে না (খাত্ত্বাবী, মা‘আলিমুস সুনান ৪/২৪৪; ওছায়মীন, শরহ রিয়াযুছ ছালেহীন ৬/৪৩৪)। কিন্তু অধিকাংশ সময় ফীড বা হারাম খাবার, নোংরা এবং অপবিত্র খাদ্যের উপর নির্ভরশীল প্রাণীর গোশত খাওয়া, দুধ পান করা এবং তাকে বাহন হিসাবে ব্যবহার করাও যাবে না (আবূদাউদ হা/৩৭৮৬; তিরমিযী হা/১৮২৪; নাসাঈ হা/৪৪৪৭)। কেননা হারাম খাদ্য ও পানীয়ের মাধ্যমে সেটি ভক্ষণ কারীর মধ্যে সংক্রমিত হয়।
প্রশ্নকারী : আবু ওবায়দা, পীরগঞ্জ, রংপুর।