উত্তর : মসজিদের উন্নতি কল্পে মসজিদের টাকা মসজিদ কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত মতে ব্যবসায়ে বিনিয়োগ করা যেতে পারে। তবে কারো ব্যক্তিগত ব্যবসায় খাটানো যাবে না এবং কেউ ঋণ নিতেও পারবে না। কারণ এগুলো আল্লাহর আমানত। আর আমানত যে উদ্দেশ্যে রাখা হয়েছে কেবল সে উদ্দেশ্যে ব্যয় করা যাবে। অন্য উদ্দেশ্যে ব্যয় করা বা ব্যবহার করা যাবে না (মুগনী ৫/২৫১; মানছূর বাহূতী, শরহ মুনতাহাল ইরাদাত ২/১০০)।
প্রশ্নকারী : শহীদুল ইসলাম, ঢাকা।