প্রশ্ন (১৯/৪১৯) : জনৈক ব্যক্তি ৬ তলা একটি ফ্ল্যাট বাড়ী ৫ লাখ টাকার বিনিময়ে দু’বছরের জন্য ভাড়া দিল। এ সময়ে গ্রহীতা উক্ত বাড়ির ভাড়া পাবে। ২ বছর পর গ্রহীতাকে মূল মালিক ৫ লাখ টাকা ফেরত প্রদান সাপেক্ষে বাসার মালিকানা ফেরত পাবে। এরূপ চুক্তি কি শরী‘আত সম্মত?
471 বার পঠিত
উত্তর :
এরূপ চুক্তি শরী‘আত সম্মত নয়। বরং সূদের অন্তর্ভুক্ত। বন্ধক এক ধরনের
কর্য। আর কর্যের মাধ্যমে লাভ গ্রহণ করা সূদ। ইবনে আববাস (রাঃ) বলেন, যে
কর্য লাভ বহন করে সে কর্য গ্রহণ করা নিষিদ্ধ (ইরওয়া হা/১৩৯৭)।