উত্তর : উক্ত মর্মে বর্ণিত হাদীছটি যঈফ (মিশকাত হা/১৫৯০; যঈফুল জামে‘ হা/৩৮৯৯)। তবে বিদ্বানগণ বলেন, রোগী দেখতে গিয়ে দীর্ঘ সময় অবস্থান করা যাবে না। কারণ এতে রোগী বা তার পরিবারের জন্য বিব্রতকর বা কষ্টদায়ক অবস্থা তৈরি হ’তে পারে। তবে রোগী কারো দীর্ঘ অবস্থান কামনা করলে তার জন্য অবস্থান দোষণীয় নয় বরং অবস্থান করা মুস্তাহাব (নববী, আল-মাজমূ‘ ৫/১১২; ইবনু হাজার, ফাতহুল বারী ১০/১১৩)।
প্রশ্নকারী : মাহমূদুল হাসান, মিরপুর, ঢাকা।