উত্তর : ডান দিকে সালাম ফিরানো অবস্থায় ছালাতে অংশ গ্রহণ করলে ছালাত হয়ে যাবে। আর বাম দিকে সালাম ফিরানোর সময় যোগ দিলে জামা‘আতে অংশগ্রহণ হবে না। তখন তাকে পুনরায় ছালাত আদায় করতে হবে। কারণ ইমাম সালামের মাধ্যমে ছালাত শেষ করে ফেলেছেন (মারদাভী, আল- ইনছাফ ২/২২২; ওছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ৪/১৬৯)।
প্রশ্নকারী : ফিরোয আলম, খড়খড়ি বাজার, রাজশাহী।