উত্তর : ‘আমি আপনাকে সুসংবাদ দানকারী এবং সতর্ককারী হিসাবে প্রেরণ করেছি এবং আপনি জাহান্নামীদের সম্পর্কে জিজ্ঞাসিত হবেন না (বাক্বারাহ ১১৯)। অর্থাৎ সুসংবাদ প্রদান এবং সাবধান করার পরে তারা যে কুফরী করেছে এবং তারা যে জাহান্নামী হয়েছে, এ জন্য আপনাকে ধরা হবে না।
উল্লেখ্য যে, উক্ত আয়াতে ‘লা-তুসআলু’ শব্দটিকে কেউ কেউ ‘লা-তাসআলু’ পড়েছেন। অর্থাৎ আপনি জাহান্নামীদের সম্পর্কে জিজ্ঞাসা করবেন না। অর্থাৎ আপনার সাবধান করার পরে তারা যে কুফরী করেছে, আর সে কারণেই তারা জাহান্নামী। অতএব তাদের অবস্থা সম্পর্কে আপনার জানার প্রয়োজন নেই (তাফসীর কুরতুবী)।
উল্লেখ্য, রাসূল (ছাঃ)-এর পিতা-মাতার সাথে সম্পৃক্ত করে উক্ত আয়াতের যে শানে নুযূল প্রচলিত আছে তা সঠিক নয় (তাফসীর বাগাবী, তাহকীক্বঃ মুহাম্মাদ আব্দুল্লাহ্ আন্ নাম্র। দ্রঃ উক্ত আয়াতের টীকা)।