উত্তর :
এসব দরূদ সুন্নাত বিরোধী যা পড়লে নেকীর স্থানে গুনাহ হবে। একদা ছাহাবীগণ
বলেন, হে আল্লাহর রাসূল (ছাঃ)! আল্লাহ আমাদেরকে আপনার উপর ছালাত ও সালাম
দিতে নির্দেশ দিয়েছেন। আপনার উপর কিভাবে ছালাত পড়ব? তখন রাসূলুল্লাহ (ছাঃ)
বললেন, তোমরা বল اَللّهُمَّ صَل عَلَى... আর اَللّهُمَّ بَارِكْ عَلَى... (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৯১৯)।
অর্থাৎ দরূদে ইবরাহীমী। আর এভাবে গোল হয়ে বসে বিভিন্ন যিকর করার বিরুদ্ধে
ইবনু মাস‘ঊস (রাঃ)-এর কঠিন ধমকি পূর্ণ হাদীছটি অতি প্রসিদ্ধ (দারেমী হা/২০৪, সনদ ছহীহ)।