উত্তর :
কোন ফরয ছালাত ছুটে গেলে যখন স্মরণ হবে তখন আদায় করে নিবে। কারণ ফরয
ছালাত আদায়ের ব্যাপারে বিলম্বের কোন সুযোগ নেই। আনাস (রাঃ) বলেন,
রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘কোন ব্যক্তি যদি ছালাত পড়তে ভুলে যায় অথবা
ছালাত রেখে ঘুমিয়ে যায়, তাহ’লে তার কাফফারা হচ্ছে যখন স্মরণ হবে তখন আদায়
করে নিবে (বুখারী, মুসলিম, মিশকাত হা/৬০৩)।