উত্তর : প্রবল ধারণার ভিত্তিতে যদি পেশাব কাপড়ের কোন অংশে লেগেছে তা চিহ্নিত করা যায়, তাহ’লে উক্ত স্থান ধুয়ে নিতে হবে। আর স্থান চিহ্নিত করা সম্ভব না হ’লে অনুমান করে ধুয়ে নিবে বা পানি ছিটিয়ে দিবে। এতেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ (ইবনু মাজাহ হা/৪৬৪; আল-মুগনী ১/১১৫; আল-মাওসূআহ আল-ফিক্বহিয়াহ ৪/১২৫)। আর ছালাতে যাওয়ার পথে এমনটা মনে হ’লে পেশাব বের হওয়ার স্থানে লক্ষ্য করে দেখবে। ভেজা মনে হ’লে ধুয়ে ওযূ করে ছালাতে যাবে। আর ছালাতে থাকা অবস্থায় ধারণা হ’লে বা ওয়াসওয়াসা সৃষ্টি হ’লে সেদিকে ভ্রূক্ষেপ না করে ছালাত আদায় অব্যাহত রাখবে (উছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ১/৪৩৫)।
প্রশ্নকারী : সাগর*, সাহাপুর, দারুসা, রাজশাহী।
*[আরবীতে ইসলামী নাম রাখুন(স.স.)]