উত্তর : স্বামীর আনুগত্য না করা একটি কঠিন অপরাধ। রাসূল (ছাঃ) জনৈকা মহিলাকে বলেন, স্বামী তোমার জান্নাত ও জাহান্নাম (নাসাঈ কুবরা, আহমাদ, সিলসিলা ছহীহাহ হা/২৬১২, সনদ ছহীহ)। অন্য হাদীছে বলা হয়েছে, স্বামীর অবাধ্যতার কারণে মহিলারা বেশী বেশী জাহান্নামে যাবে (বুখারী হা/১০৫২; মিশকাত হা/১৪৮২)।
তবে কোন মহিলা যদি অনুতপ্ত হয়ে তওবা করে তাহ’লে আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন। কারণ শিরক ব্যতীত যাবতীয় পাপ আল্লাহ তা‘আলা ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন (নিসা ৪৮ ও ১১৬)। সুতরাং উক্ত বক্তব্য সঠিক নয়।