উত্তর : মদ পানকারীর ৪০ দিনের ছালাত কবুল হয় না-এমনটি নয়। বরং তার ছালাত ত্রুটিযুক্ত হয় (بُخِسَتْ صَلاَتُهُ) (আবুদাঊদ হা/৩৬৮০)। প্রশ্নে উল্লেখিত সব বস্ত্তই মাদক দ্রব্য এবং তা অপবিত্র বস্ত্ত (الخَبَائِث) হিসাবে হারামের অন্তর্ভুক্ত (আ‘রাফ ৭/১৫৭; আবুদাঊদ হা/৩৬৭৪)। তবে এগুলোর হুকুম সরাসরি মদপানকারীর হুকুমের মত নয়। কেননা কুফর, শিরক, বিদ‘আত ইত্যাদির ন্যায় উক্ত মাদকদ্রব্যসমূহেরও প্রকারভেদে হুকুমের স্তরভেদ রয়েছে।