উত্তর : খোলা
অর্থ বিচ্ছেদ। এটি তালাক নয়। তাই খোলার মাধ্যমে যতবারই বিচ্ছেদ হোক না কেন
স্ত্রী পুনরায় স্বামীর কাছে ফিরে আসতে পারে। তবে এজন্য নতুনভাবে বিবাহ ও
মোহর নির্ধারণ করতে হবে। কেননা খোলার মাধ্যমে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় (বাক্বারা ২২৯)। আর খোলার পর স্ত্রীর জন্য এক ঋতুকাল ইদ্দত পালন করা আবশ্যক (আবুদাউদ হা/২২২৯, তিরমিযী হা/১১৮৫, নাসাঈ হা/৩৪৯৭)।