উত্তর :
দাড়ি কাটা রাসূল (ছাঃ)-এর সুস্পষ্ট নির্দেশকে অমান্য করার শামিল।
রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘তোমরা মুশরিকদের বিরোধিতা কর। দাড়ি পূর্ণভাবে
ছেড়ে দাও ও গোঁফ পূর্ণভাবে ছেটে ফেলো’ (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৪৪২১)।
তবে ‘মুখে দাড়ি না রেখে ছালাত আদায় করলে উক্ত ছালাত কবুল হবেনা’ অথবা
‘মুনাফিকের অন্তর্ভুক্ত হবে’ মর্মে কোন দলীল পাওয়া যায়না। যদিও কাজটি কবীরা
গোনাহের অন্তর্ভুক্ত।