উত্তর : ঘটনাটি ত্বাবারাণী ও হিলইয়াতে বর্ণিত হয়েছে (ত্ববারাণী কাবীর হা/২০৭৪০; হিলইয়াতুল আউলিয়া ২/৬৭; হাকেম হা/৬৯১২)।
হাদীছটি যঈফ। কারণ এর সনদে আব্দুল মালেক ইবনু হুসাইন আবূ মালেক নাখঈ নামে
একজন নিতান্ত দুর্বল রাবী আছেন। মুহাদ্দিছগণ সকলেই এব্যাপারে একমত। এছাড়া
সনদগত আরো অনেক ত্রুটি রয়েছে (আরশীফু মুলতাকা আহলিল হাদীছ ৪২/২৬৬, ২৬৭; তালখীছুল হাবীর ১/১৭১)।