উত্তর : সূর্য
স্পষ্টভাবে প্রকাশিত হওয়ার পর থেকে উক্ত ছালাতের সময় শুরু হয়। প্রথম
প্রহরের শুরুতে পড়লে তাকে ‘ছালাতুল ইশরাক্ব’ বলে এবং কিছু পরে দ্বিপ্রহরের
পূর্বে পড়লে তাকে ছালাতুয যোহা বা চাশতের ছালাত বলা হয় (ছালাতুর রাসূল (ছাঃ), পৃঃ ২৫৪)। এই ছালাতকেই ‘ছালাতুল আউয়াবীন’ বলা হয়’ (মুসলিম, মিশকাত হা/১৩১২)। এ ছালাত সর্বদা পড়া বা আবশ্যিক গণ্য করা উচিত নয়। কারণ রাসূলুল্লাহ (ছাঃ) কখনো পড়তেন, কখনো ছাড়তেন (তিরমিযী হা/৪৭৭, সনদ হাসান)। অতএব কোনদিন ছুটে গেলে ক্বাযা করার প্রয়োজন নেই।