উত্তর : যমযমের পানির সাথে অন্য পানি মিশানো দোষণীয় নয়। তবে অন্যকে মিশ্রিত পানি পান করালে বা হাদিয়া দিলে তাকে সেটা জানাতে হবে। নইলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হ’তে পারে। আর যমযমের পানির সাথে অন্য পানি মিশালে এর গুণগত মান অবশিষ্ট থাকে কি-না তা বৈজ্ঞানিকভাবে যাচাই সাপেক্ষ। তবে বিদ্বানগণ বলেন, এতে যমযমের পানির গুণাগুণ নষ্ট হবে না। বরং যমযমের পানির পরিমাণ যতটুকু হবে, ততটুকু পরিমাণ বরকত পানকারী লাভ করবে ইনশাআল্লাহ (বিন বায, ফাতাওয়া নূরুন আলাদ-দারব; ওছায়মীন, শরহু কিতাবিল হজ্জ মিন ছহীহিল বুখারী ১/১০৮)।
প্রশ্নকারী : ইবাদুর রহমান, বহরমপুর, রাজশাহী।